চোরাই সিমেন্টসহ ফাতেমা মনিরের মেয়ের জামাই গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চোরাই সিমেন্টসহ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের মেয়ের জামাতা ইমরান ও তার ১জন সহযোগীকে কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আলীগঞ্জ এলাকা থেকে ৮১ বস্তা চোরাই সিমেন্ট উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, রাজুর গ্রেজের সামনে ৮১ বস্তা চোরাই সিমেন্টসহ ফতুল্লার নাজির হোসেনের ছেলে ইমরান ও মৃত খাবর আলীর ছেলে এরশাদকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত সিমেন্টগুলো মেট্রো নামের একটি প্রতিষ্ঠানের চুরি হওয়া সিমেন্ট বলে জানান তিনি।

গ্রেফতারকৃত ইমরান নারায়ণগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী ফাতেমা মনিরের মেয়ের জামাই।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, ট্রাক থেকে চুরি করা বিভিন্ন কোম্পানির সিমেন্ট কেনা ও বেচা করতো গ্রেফতারকৃতরা। ইমরান মুলতো চোরাই সিমেন্টের ব্যবসা করে। চোরেরা কৌশলে ট্রাক থেকে সিমেন্ট নামায় আর সেই চোরাই সিমেন্ট ক্রয় করে তা গোডাউনে মজুত রাখা হতো। পরে তা ফতুল্লাসহ আশপাশের এলাকায় বিক্রি করতো সে। ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের জামাতা র্দীঘদিন ধরে চোরাই সিমেন্টের সাথে সংযুক্ত রয়েছে বলে জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত