চেয়ারম্যান হওয়ার জন্য অনেকেই অস্থির হয়ে গেছেন : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, সামনে একটা নির্বাচন আছে। এই নির্বাচনে চেয়ারম্যান হওয়ার জন্য অনেকেই অস্থির হয়ে গেছেন। আমরা সবার কাছে অনুরোধ করব ধৈর্য্য ধারন করার জন্য। নির্বাচন নিয়ে যাতে আমাদের মধ্যে কোন গন্ডগোল না হয়। আমরা সবাই একসাথে বসে একটা সিদ্ধান্ত দিতে পারি কিংবা সবাই নির্বাচন করতে পারি। সবাই নির্বাচন করলে এলাকার মানুষের জন্য ভাল হবে। একটা উৎসব মূখর পরিবেশ তৈরী হবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে হাজীপুর ব্রীজ সংলগ্ন একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, বন্দর উপজেলা নির্বাহী অফিসার এমএ মোহাইমিন আল জিহান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বন্দর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এমএ সালাম, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, কাউন্সিলর শওকত হোসেন শকু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান চৌধুরী, সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, জেলা পরিষদের সদস্য মাসুম আহমেদ, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা হাজী মাঈনুদ্দিন প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত