চেয়ারম্যান মাকসুদ গংদের জামিন না মঞ্জুর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে মুছাপুরের ইউপি চেয়ারম্যান মাকসুদের পরিবারের নির্যাতন হত্যা চেষ্টার ঘটনার মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামসুর রহমান এর আদালতে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

এদিকে, নারায়ণগঞ্জ জেলা কারাগারে নেওয়ার সময় আদালত পাড়ায় গ্রেফতারকৃত আসামীদের ছবি তুলতে গেলে পুলিশের উপস্থিতিতেই সাংবাদিকদের হুমকি দেন আসামীরা।

এরআগে গত ১৪ মার্চ ধামগড় ইউনিয়ন পরিষদের এক ওয়ার্ড সদস্য সবুর উদ্দিনকে হত্যার চেষ্টাসহ মারধর চাঁদা দাবী করার কারণে সবুর উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের পুত্র মাহমুদুল হাসান শুভ শেখ আমিনুল হক, জরিপ, চেয়ারম্যানের শ্যালক রানা, হানিফা, বেনসন সোবাহান, অন্তর, খাইরুল, সাইফুল ইসলাম নাদিম সহ আরও অজ্ঞাত ১৮ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। বন্দর থানায় দায়ের করা সেই মামলাটির ধারা ৩২৩/৩৬৫/৪৬৭/৩৪২/৩৮৫/৫০৬। যার মামলা নং ২২()২০২২।

সেই মামলার শুনানির জন্য বৃহস্পতিবার আদালতে উপস্থিত হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামসুর রহমান এর আদালতে তাদের শুনানী চললে সেখানে তাদের জামিন না মঞ্জুর করা হয়। ওই সময় উপস্থিত শেখ আমিনুল হক, জরিপ হোসেন, হানিফা, বেনসন সোবাহান, খাইরুল বাশার সাইফুল ইসলামকে আটক দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাকীদের পলাতক দেখানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত