চেয়ারম্যান পদে ইকবাল হোসেন মোল্লার মনোনয়নপত্র জমা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আগামী ৩১শে মার্চ অনুষ্ঠেয় আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে তুমুল জনপ্রিয়তা ও ব্যাপক শোডাউনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইকবাল হোসেন মোল্লা সোমবার উপজেলা রিটার্নিং অফিসারের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি অত্র উপজেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূলের কয়েক হাজার নেতা-কর্মী সহ এলাকার বিশিষ্টজনরা ও তরুণ কয়েক হাজার ভোটার তাকে সমর্থন জানিয়ে তার সাথে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমাদান শেষে তিনি উপস্থিতদের উদ্দেশ্যে এক বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম এবং দলের আদর্শ সমুন্নত রেখে সর্বদা গণমানুষের কল্যাণে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করেছি। আওয়ামী লীগের দু:সময়ে আমার চাচা ৩বার ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে দলের কার্যক্রম চালিয়ে গেছেন। আমার বাবা ২ বার উক্ত ইউপি চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘ কয়েক যুগ ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে অর্ধশতাধিক উঠান বৈঠক ও দিন-রাত গণসংযোগ করে সমগ্র পৌরসভায় জোয়াড় সৃষ্টি করেছিলাম। সর্বদিক বিবেচনায় আমি নৌকার প্রার্থী হবার যোগ্যতা থাকা সত্ত্বেও দলের প্রয়োজনে প্রার্থী না হয়ে যে ত্যাগ স্বীকার করেছি, তা সবার জানা।

অত্র উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য আপনারা বিভিন্নভাবে আমাকে পরামর্শ দিচ্ছেন এবং সমর্থন দিয়েছেন। তাই প্রাথী হয়েছি এবং আমি আনারস প্রতীক চাইবো। প্রত্যেকে বিকশিত আড়াইহাজার গঠনে আমার পাশে থাকবেন বলে আমি সকলকে আহবান জানাচ্ছি। মাদকের ছোবলে আজ যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, তাই আমি নির্বাচিত হলে যুবকদের সাথে নিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি বিকশিত ও ডিজিটাল উপজেলা হিসেবে অত্র উপজেলাকে গড়ে তুলতে চাই। কোন সুবিধা নেবার জন্য নয় বরং জনকল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। প্রত্যেকের মূল্যবান ভোটটি আমাকে প্রদান করার জন্য আমি সমগ্র উপজেলাবাসীকে অনুরোধ জ্ঞাপন করছি।

add-content

আরও খবর

পঠিত