নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চেম্বার অব কর্মাসের চাঁনমারীস্থ নিজস্ব ভবন থেকে মিরাজ ১৮ নামের এক অস্ত্রধারী সন্ত্রাসী কে আটক করে পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে। অটক কৃত সন্ত্রাসী মিরাজ নগরীর চিহ্নিত টেরর তামিম গ্রুপের অন্যতম সদস্য। শুক্রবার ভোরে মিরাজ ও তার দুই সহযোগী মেঘলিং ও রুবেলকে নিয়ে চেম্বার অব কর্মাসের চাঁনমারীস্থ নিজস্ব ভবনে প্রবেশকালে তাদের তিন জনের হাতেই ধারালো ছুরি ছিল।
চেম্বার অব কর্মাসের পরিচালক ফারুক বিন ইউসূফ পাপ্পু ও নব-নির্বাচিত কমিটির সহ সভাপতি র্মোশেদ সারোয়ার সোহেল নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিকেদককে জানায়, ঘটনার দিন শুক্রবার ভোরে আটককৃত মিরাজ সহ তার দুই সহযোগী ধারালো অস্ত্র নিয়ে চেম্বারের নিজস্ব ভবনে প্রবেশ করে এবং সিকিউরিটি গার্ড এর উপর হামলা চালাতে চেষ্টা করে । পরিস্থিতি খারাপ দেখে সিকিউরিটি গার্ড দ্রুত নিরাপদ স্থানে গিয়ে চিৎকার করে এলাকাবাসীর সহযোগীতা প্রার্থনা করে সিকিউরিটি গার্ডের চিৎকার শুনে এলাকার লোকজন দ্রুত ঘটনা স্থলে ছুটে আসে। এরপর অবস্থার অবনতির টের পেয়ে মিরাজের দুই সহযোগী মেঘলিং ও রুবেল দৌড়ে পালাতে সক্ষম হলেও দুটি ধারালো গরু জবাই করার ছুরি সহ মিরাজ কে আটক করে।
ঘটনার খবর শুনে চেম্বারের নয়া সভাপতি খালেদ হায়দার খাঁন কাজল ফতুল্লা থানার পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি ধারালো ছুরি সহ মিরাজ কে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।