নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও দুই পরিচালককে সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য বন্ধু মহল। ২৭ ই জুন রবিবার সন্ধ্যায় অনাড়ম্বর পরিবেশে চেম্বারের নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার সোহেল, দুই পরিচালক আসিফ হাসান মাহমুদ মানু ও নাজমুল আলম সজলকে ক্লাবের পুল এন্ড কার্ড ৫নং রুমের বন্ধু মহল ঐ সংবর্ধনা দেয়।
এস ময় উপস্থিত ছিলেন- আনোয়ার হোসেন, কাউসার হোসেন, মো: সোহেল আক্তার সোহান, মাহবুবুর রশিদ জুয়েল, হাফিজুর রহমান মিন্টু, শাহাজাদা সরকার, জাকারয়িা ওয়াহিদ, নূরুল হক, তাসলিমউদ্দিন খান শিশু, বাহাউদ্দিন, হুমায়ুন কবির, ফিরোজ ওয়াহিদ রিপন, এম আর মিঠু, হকি মনির, আব্দুল খালেক, জসিম শিকদার, মনিরুল হাসান, এম শামীম রেজা, ইব্রাহিম খলিল, কবির, মোজাম্মেল, কামরুল ইসলাম, আতাউর রহমান, ক্লাবের পরিচালক রাশেদুজ্জামান, ওমর নিজাম মিঠু।