নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা থেকে পৃথকভাবে পাঁচটি খাতের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ব্যাংক কর্মকর্তাদের সাথে শুরু করে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক, রেস্তোরা মালিক সমিতি, জামদানি ব্যবসায়ী ও তাতী এবং দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন চেম্বার নেতারা।
প্রথম পর্যায়ে বিকেল ৩টায় ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় শুরু হয়। চেম্বার সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) স্বাগত বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জে ১৫০টির অধিক ব্যাংক শাখা রয়েছে। ব্যবসায়ীদের সুবিধার্থে আমরা ব্যাংক ও চেম্বারের মধ্যে এমওইউ স্বাক্ষর করে বিশেষ সুবিধা প্রদানের পরিকল্পনা করছি।
সভায় সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “ব্যবসায়ীদের জন্য বিদ্যমান ও নতুন সেবার সুযোগগুলো শেয়ার করুন। একইসাথে ডিফল্টার ব্যবসায়ীদের পুনঃতফসিলিকরণে সহযোগিতা করুন।”
এ সভায় অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইউসিবি ব্যাংক, এনআরবি ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবিএল, লংকাবাংলা ফাইন্যান্সসহ বিভিন্ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাথে সভা শুরু হয়। এসোসিয়েশনের সভাপতি ডা. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় তারা নারায়ণগঞ্জ শহরের যানজট, ফুটপাত দখল এবং রোগী পরিবহনে সমস্যার কথা তুলে ধরেন। চেম্বার সভাপতি বলেন, “চেম্বারের সদস্যভুক্ত হলে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো চেম্বারের সহযোগিতা পাবে। পাশাপাশি চেম্বার সদস্যদের জন্য সেবা খরচে বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”
রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ শহরের যানজট ও ফুটপাত দখলের কারণে ব্যবসায়িক ক্ষতির কথা উল্লেখ করেন। চেম্বার সভাপতি রেস্তোরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে আপনাদের দায়িত্বশীল হতে হবে। একইসাথে চেম্বারের সহায়তায় সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
জামদানি ব্যবসায়ীরা অভিযোগ করেন, জামদানিকে নারায়ণগঞ্জের গর্ব বলা হলেও আমরা অবহেলিত। চেম্বারের মাধ্যমে এসোসিয়েশন গঠন করে সংগঠিত হতে পারলে সমস্যাগুলো সমাধানে কাজ করা সহজ হবে।
দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ফুটপাতের হকারদের কারণে ক্রেতাদের চলাচলে বাধার কথা জানান। চেম্বার সভাপতি বলেন, “এ সমস্যা সমাধানে চেম্বার, প্রশাসন ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে।”
সভায় নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আলহাজ্ব জাকারিয়া ওয়াহিদ, গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, মো. সোহাগ, আব্দুল্লাহ আল-মামুন, মোস্তফা এমরানুল হক ও বিকাশ চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।