চিহ্নিত সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবীতে এসপির কাছে স্মারক লিপি প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) : সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও সংগঠনের সদস্যদের নিরাপত্তার দাবী জানিয়ে  মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারটায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হকের কাছে স্মারকলিপি পেশ করেছেন মানব কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ। সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ দীর্ঘদিন যাবৎ সন্ত্রাস মাদকদ্রব্য ও যৌন হয়রানি প্রতিরোধ সহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংগঠন কার্যালয় ও তার আশপাশ এলাকার মধ্যে আইলপাড়া, পাঠানটুলী এবং হাজীগঞ্জ এলাকায় অপরাধীদের অভায়রণ্য ও মাদকের আখড়া হিসেবে পরিচিতি লাভ করেছে।

উক্ত এলাকাকে সন্ত্রাসী ও মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসন এর পাশাপাশি সমাজ সচেতনতা মূলক আমাদের সংগঠন থেকে সভা সমাবেশ সহ লিফলেট বিতরণ করেছে। এই তিন এলাকাকে অপরাধ ও মাদকমুক্ত করতে জেলা প্রশাসন আইন শৃঙ্খলা সভায় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। কিন্তু তারপরও এলাকায় চিহ্নিত ও বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই এলাকায় ঘোরাফেরা করে মাদক বিক্রী করছে। সামাজিক আন্দোলন করায় আমাদের সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের উপর বেশ কয়েকবার মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলাও হয়েছে। অপরাধীদের একের পর এক হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সদস্যরা। সংগঠনের সদস্য কর্মকর্তারা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন।

উপরোক্ত ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানার ইনচার্জ ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের বরাবর গত বছর ১৬ মার্চ ২০১৫ সালে সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশি টহল বৃদ্ধির জন্য লিখিত ভাবে অবগতি করা হয়েছিল। যার স্মারক নং- আর-৮১০ভি। বর্তমানে এলাকার চিহ্নিত বহিরাগত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা সংগঠনের সদস্য এবং কর্মকর্তাদের মিথ্যা মামলা দায়ের সহ রাস্তা ঘাটে অতর্কিত হামলা করে জীবন নাশের হুমকি দিচ্ছে। এছাড়া অনেক সদস্য কর্মকর্তাদের পদত্যাগ করতে সরাসরি এবং মোবাইল ফোনে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, সংগঠনের কার্যালয়টি উঠিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে।

এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোড় দাবী জানান মানব কল্যাণ পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব সাউদ নূর-এ-আল হাসান, শিক্ষা ও উন্নয়ন সচিব মোঃ নুর আলম আকন্দ, সদস্য ও নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল্লাহ মাহমুদ টিটু, জাহাঙ্গীর হোসেন, আয়শা আক্তার, মোঃ সেলিম, হৃদয় সহ অন্যান্য। এ সময় পুলিশ সুপার সংগঠনের সদস্য কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন ঐ এলাকায় কোন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী থাকবে না। ধৈর্য ধারণ করুন। আমাদের সময় দিন। পরে স্মারক লিপিটি তাৎক্ষনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলামকে দায়িত্ব দেন। ঐ সময় মানব কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত