চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে তারা জড়ো হন। পরে ‘সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন কয়েকশ’ হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ। তারা প্রায় এক ঘন্টা শহরের চাষাঢ়া চত্ত্বরে অবস্থান নেন।

এতে বঙ্গবন্ধু সড়কসহ আশেপাশের সড়কে স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটে। আন্দোলনকারীরা এই সময় তাদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানান। একইসাথে সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার বিচার দাবি করেন।

আন্দোলনকারীদের নেতৃত্ব দেওয়া বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের মহাসচিব মানিক চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে কালকে গ্রেপ্তার করা হয়েছে। কাল থেকে তাকে অনাহারে রাখা হয়েছে। তার জামিন নিয়ে নাটক করা হচ্ছে। এই নাটক থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন মুক্তি পেতে চায়। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না হলে হিন্দু সম্প্রদায় ঘরে ফিরে না। বিকেল পৌনে পাঁচটার দিকে মিছিল নিয়ে দুই নম্বর রেলগেইটে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করেন তারা।

সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সোমবার বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। গত অক্টোবরে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মঙ্গলবার চট্টগ্রাম আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। ওই সমাবেশের পর গত ৩১ অক্টোবর চট্টগ্রাম ইসকনের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। মামলার পর ফিরোজকে দল থেকে বহিষ্কার করা হয়।

add-content

আরও খবর

পঠিত