নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মানবতার সেবায় আমরা এই শ্লোগানকে সামনে রেখে টুমটাম শিশু-কিশোর ক্লাব আয়োজিত টুমটাম ইভেন্ট এক্সপ্রেস সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা প্রখ্যাত কন্ঠশিল্পী মিতু মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বিজয় পত্রিকার সম্পাদক ও দৈনিক ডান্ডিবার্তার বিশেষ প্রতিনিধি সাব্বির আহমেদ সেন্টু। রেফারেন্স সংগীত বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় নারায়ণগঞ্জের প্রতিভাবান সাংস্কৃতিককর্মী মিঠুনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন নৃত্য পরিচালক নির্মল,প্যাডিষ্ট সবুজ,সাজ্জাদ,সুমনসহ আরো অনেকে। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রচুর দর্শকের সমাগম হয়। প্রধাণ অতিথি তার বক্তব্যে বলেন,যারা সাংস্কৃতিকে ভালবাসে তারা কখনো জঙ্গীবাদ আর মাদক-সন্ত্রাসকে প্রাধান্য দেয়না। সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে ভবিষ্যত প্রজন্মকে ভয়ানক জঙ্গী তৎপরতা থেকে রক্ষা করতে হবে।