চাষাঢ়ায় ৩,৫৫০ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ৩ হাজার ৫শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমাদুল শেখ (৩২) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২১ই জুলাই বুধবার ঈদ উল আযহার দিন দুপুরে চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন গোবর গাড়া এলাকার সোবহান শেখ এর ছেলে।

আজ ২২ই জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশে পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

add-content

আরও খবর

পঠিত