চাষাঢ়ায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শেখ মেজবাহ-উল-সাবেরিন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানটি পরিচালনা হয়।

গ্রেফতারকৃত আসামী মৃত আব্দুল রাজ্জাক শেখের ছেলে গাঁজা বিক্রেতা স্বপন শেখ (২৬), মৃত শুক্কুর মিয়ার ছেলে মিন্টু (৩১) কে গাঁজা সহ আটক করে। তাদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট স্বপন শেখ ও মিন্টুকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।

অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলমের নেতৃত্বে ফতুল্লা থানাধীন উত্তর চাষাঢ়া পূর্ব চাঁনমারী শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে মৃত মোহাম্মদ হোসেনের ছেলে হাবিব (৩০) কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। গ্রেফতারের পর হাবিবের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়।

add-content

আরও খবর

পঠিত