নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ও মহানগরের একাংশ বিক্ষাভ সমাবেশ করার চেষ্টা করলে তা পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ৪ নেতাকর্মীকে করে। আটকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের আফজাল হোসেন (২৮), মো. হাসান (২৫), শিবু মার্কেট এলাকার হাবীবুর রহমান (৩২) ও আব্দুর রহমান।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সরকার হুমায়ূন সহ প্রমুখ।
শনিবার ( ৮ সেপ্টেম্বর ) সকাল ১১টার দিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশে যোগদানের উদ্দেশ্যে চাষাড়া বালুর মাঠ এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করে। সকাল থেকেই এখানে পুলিশ মোতায়েন করা ছিলো। বিএনপি নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দিলে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তাদের ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ ভ্যানে করে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে যাচ্ছিলাম। এমন সময় পুলিশ আমাদের বাধা দেয়। এ সময় আমাদের কর্মীদের আটক করা শুরু করে। আমার বারবার বুঝানের চেষ্টা করলেও পুলিশ কোন কথা না শুনে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। সরকার একদিকে গণতন্ত্রের কথা বলে কিন্তু অপরদিকে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাইলে তাতে বাধা দেয়, গ্রেফতার করে। অহেতুক নেতাকর্মীদের আটক করার তীব্র নিন্দা জানাই।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামরুল ইসলাম বলেন, আমরা তাঁদের অনেক বার বলেছি, আজকে এখানে সমাবেশ করার কোন অনুমতি নেই। আপনারা এখানে কেউ থাকবেন না । তারা আমাদের কথা শোনেনি। আটককৃতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।