চাষাঢ়ায় জন্মদিন অনুষ্ঠানে মালামাল আনাকে কেন্দ্র করে মারামারি, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাতির জন্মদিনের অনুষ্ঠানের ডেকোরেশনের মালামাল আনা-নেয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ৭ মার্চ রাত সাড়ে ৭টায় চাষাঢ়া সলিমুল্লাহ সড়কে এ ঘটনা ঘটে। এসময় মারধরের শিকার হন মো: খন্দকার বদরুল ইসলাম রতন। এছাড়াও তাকে হত্যার হুমকি দিয়েছে বলে দাবী করেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রতন।

খন্দকার বদরুল ইসলাম রতন অভিযোগে জানায়,  আমার নাতির জন্মদিন উপলক্ষে ৭ মার্চ রাতে সাড়ে ৭টায়  ১নং বিবাদী মোঃ শাহজাহানের স্ত্রীর কাছ হতে অনুমতি নিয়ে তাদের পাম্পের উপর দিয়ে ডেকোরেশনের মালামাল আনা হয়। পরবর্তি সময় বিবাদীর ছেলে ২নং আরিফ ও ৩নং এরফান ডেকোরেটর মালামাল নিতে বাধা দেয়। এ নিয়ে বাবা ও তাদের দুই ছেলে আমার উপর ক্ষিপ্ত হইয়া পিস্তল ও লোহার রড নিয়ে আমার বাসায় জোর করে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে  লোহার রড দিয়ে আমাকে ও মেহমানদেরকে মারপিট শুরু করে। তৃতীয় ছেলে আরিফ তার পিস্তল আমার মাথায় রাখে ও বাম কোমড়ে আঘাত করে। শাহজাহান আমার গলায় চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের কাছ হতে রক্ষা করে। তখন তারা আমাকে বলে কোন প্রকার থানায় পুলিশ করলে তোকে সহ তোর পরিবার সবাইকে যেখানে পাবো প্রাণে মেরে ফেলবো বলে হুমকি দেয়। আমাকে আশেপাশের লোকজন খানপুর ৩০০ বিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। উল্লেখ্য যে আমি বর্তমানে দুইবার ওপেন হার্ট সার্জারি করা রোগী এবং পারকিংসন রোগে আক্রান্ত। কিন্তু তারা আমার উপর মানবিকতা না দেখিয়ে আমাকে বেধড়ক মারপিট করে।

add-content

আরও খবর

পঠিত