নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর চাষাঢ়ার সোনালী ব্যাংকের ভেতর থেকে তোলারাম কলেজের অধ্যাপক নাজিম উদ্দিনের পকেট থেকে নগদ ২ লক্ষ টাকা ছিনতাইকালে রিপন শেখ (৩৫) কে গনপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে জনতা। বুধবার সকাল ১১ টায় চাষাড়া গোল চত্বরে অবস্থিত সোনালী ব্যাংকের ভিতরে এ ঘটনাটি ঘটে।
তোলারাম অধ্যাপক নাজিম উদ্দিন জানান, ব্যাংক থেকে টাকা তোলার সময় আমার পকেট থেকে প্রথমে ১ লক্ষ টাকা নিয়ে যায় ওই ছিনতাকারী। তখনও আমি টের পাইনি। কিন্তু পরে ওই ছিনতাইকারী আবারো আমার পকেটে হাত দেয়। এসময় আমি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।
প্রতক্ষ্যদর্শীদে বরাত দিয়ে চাষাড়া পুলিশ ফাঁড়ির এস আই অজয় কুমার জানায়, তোলারাম কলেজের অধ্যাপক ব্যাংকে টাকা তোলার জন্য যায়। এসময় তার ব্যাগের চেইন টানছে এক লোক। তখন তার সাথে থাকা লোকজন তাকে ধরে ফেলে। এবং ব্যাগ চেক করে দেখে ২ লক্ষ টাকা নাই। ছিনতাইকারীকে তল্লাশী করা হলে ১ লক্ষ টাকা পাওয়া যায়। অরও ১ লক্ষ টাকা সে তার সহকর্মীকে দিয়ে দেয়। তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।