চাষাড়া রেল স্টেশনে মাদকের স্পট দখলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : চাষাড়ায় মাদকের স্পট দখলে নিতে মিলন ও সোহাগ, জামান দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। সোমবার (২৮ জুন) রাত সাড়ে টায় চাষাড়া রেল স্টেশন প্লাটফর্মে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি নাম পরিচয় জানা যায়নি। আহতের মধ্যে একজন পথচারীও ছিল স্থানীয় এলাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে গেছে।

আহতরা হলো- জুয়েল (৩২) ও সোহাগ (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাফিজুল (১৮) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। তবে ঘটনায় রক্তাক্ত জখম হওয়া লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।

স্থানীয়দের কাছে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মিলন এবং সোহাগ, জামান গ্রুপের মধ্যে বিবাদ চলছিল। তারা রেলস্টেশন ও ইসদাইর এলাকায় মরণ নেশা হিরোইন ও গাজা বিক্রি করতো। এছাড়াও শহরের যুবকদের হাতে এসকল নেশা সরবরাহ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯ টা থেকে স্টেশন এলাকায় হামলা পাল্টা হামলা চলছিল। পরে ইসদাইর থেকে সোহাগ, জামান গ্রুপের লোকজন ধারালো অস্ত্র, লাঠি শোঠা নিয়ে সোহাগ গ্রুপদের উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ৫জন আহত হয়। তাদের মধ্যে একজনকে রক্তাক্ত জখম  অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

add-content

আরও খবর

পঠিত