চাষাড়ায় চিহ্নিত ৪ মাদক বিক্রেতাকে ৩ মাসের কারাদন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন চাষাড়া রেলস্টেশন এলাকায় ৩রা আগস্ট শনিবার দুপুরে নারায়ণগঞ্জ ডিএনসির সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলমের তত্ত্বাবধায়নে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারিকের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা হয়। অভিযানে চিহ্নিত ৪ গাঁজা বিক্রেতাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিন বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহতায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং মাদকবিরোধী কর্মকান্ড পরিচালনা করছে। সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারিক মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। মাদক অপরাধের তথ্য দিয়ে সহায়তা করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলম বলেন, তথ্য দাতার পরিচয় শত ভাগ গোপন রাখা হবে এবং মাদক বিক্রেতাদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযানে চাষাড়া রেলস্টেশন থেকে রুবেল হোসেন (৩০), বাবুল হোসেন (৩৬), পাপ্পু মিয়া (৪৪) ও আসিফ (২৯) কে প্রায় অর্ধকেজি গাঁজা সহ আটক করে। প্রত্যেককে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে। মোবাইল কোর্ট মামলা নং ২৭, ২৮, ২৯ ও ৩০।

add-content

আরও খবর

পঠিত