চাষাঢ়ায় লালন উৎসব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ, কবে গো সৃজন হবে লালনের অসাম্প্রদায়িক দর্শন ছড়ানো এই গান দিয়ে শুক্রবার বিকেল পাঁচটায় চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে দুইদিন ব্যাপী লালন উৎসব।

ফকির লালন সাঁই এর ২৫০ তম জন্মবর্ষ উপলক্ষে উৎসবের আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। উৎসবের উদ্বোধন করতে গিয়ে লালন শিল্পী ফকির পিয়ার সাঁই বলেন, উচ্ছৃঙ্খল মানুষকে শান্ত করা, অস্থির আত্মাকে মুক্তির পথ প্রদর্শক লালন। লালন মানুষকে অসাম্প্রদায়িক হতে আহ্বান জানিয়েছেন মানবিক সমাজ গড়ার জন্য। তাই পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় লালনের দর্শন নিয়ে গবেষনা করে।

উদ্বোধনী বক্তৃতায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল বলেন, দেশের কিছু কিছু মহল, কিছু উগ্র মৌলবাদি গোষ্ঠি দেশে সাম্প্রদায়িক বিষবাস্প ছড়িয়ে দিতে চায়। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চায়। তারাই রবীন্দ্রনাথ-নজরুল-লালনের বিরোধীতা করছে। লালন, কাজী নজরুল ইসলাম সারা জীবন অসাম্প্রদায়িক দর্শনের চর্চা করে গেছেন। লালনের বিরোধীতা করলেই তাকে মুছে দেয়া সম্ভব না। তিনি এদেশের মানুষের হৃদয়ে ঠাই করে নিয়েছেন। শরিয়তপুরে একজন স্বর্নশিল্পী ফেসবুকে লালনের গান ‘সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান’ পোষ্ট করায় তাকে থানায় নিয়ে হয়রানী করা হয়েছে। নারায়ণগঞ্জে উগ্র মৌলবাদিদের বাধায় লালন মেলা হতে পারেনি। আমরা এসবের প্রতিবাদ জানিয়েছি। আমাদের প্রতিবাদ অব্যহত থাকবে।

গত বছরের ২২ নভেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর নরসিংপুরে হেফাজতের বাধায় হতে পারেনি লালন মেলা। ৮ ডিসেম্বর সদর উপজেলার রাধানগর গ্রামে সুফি সাধক শাহ্ সোলায়মান লেংটার ১৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাৎসরিক উরস ও মেলা হতে পারেনি উগ্র মৌলবাদিদের বাধার কারনে। হামলা হয়েছে বেশ কয়েকটি মাজারে। এসব ঘটনার প্রেক্ষিতে এবারে নারায়ণগঞ্জের ‘লালন উৎসব’ উগ্র মৌলবাদিদের বিরুদ্ধে প্রতিবাদ বলে জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

তিনি জানান, আমরা একাত্তরে যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলাম চব্বিশের আন্দোলন সে অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি, সকল ধর্মের স্বাধীনতা শুধু নয়, সকল মত ও পথের স্বাধীনতা নিশ্চিৎ করার প্রতিশ্রুতি চব্বিশের ছাত্র-গণঅভ্যুত্থান। আউল-বাউল, সুফি, সন্যাসী সকলের মত ও পথের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য সকল আন্দোলন। শ্রেষ্ঠত্ব বা সংখ্যাগরিষ্ঠের অজুহাতে কোন মতবাদকে দমন করা যাবে না। রাষ্ট্র সে স্বাধীনতা নিশ্চিৎ করবে। কিন্তু আমরা দেখলাম অর্ধ-শতাধিক মাজার-খানকা ভেঙ্গে ফেলা হলেও, আক্রান্ত হলেও সরকারের লজ্জাজনক নিরবতা। ধর্ম রক্ষার নামে যুগে যুগে সমাজে ধর্মান্ধগোষ্ঠী ধর্মের উপর, মানবতার উপর আঘাত হেনেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু, ভবানী শংকর রায়, চর নরসিংপুরের ‘মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি’র সভাপতি ফকির শাহ্ জালাল, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ধীমান সাহা জুয়েল।

উৎসবে কুষ্টিয়া ও জোটভুক্ত সংগঠনের শিল্পীবৃন্দ লালনের সঙ্গীত পরিবেশন করেন। শনিবার বিকেলে কুষ্টিয়াসহ দেশেব বিভিন্ন অঞ্চলের লালন ভক্তবৃন্দ ও লালন সঙ্গীতের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

add-content

আরও খবর

পঠিত