চালক-হেলপার পেশার আড়ালে লরিতে গাঁজা পরিবহন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে মো.ইকবাল খলিল (৩১) এবং মো. ইয়াছিন আরাফাত (২৫) নামে দুই মাদক পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৫ই আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্টে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

চেকপোষ্টে অভিযানকালে চট্টগ্রাম হতে ঢাকাগামী পণ্যবাহী একটি লরি তল্লাশী করে ১৫ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৯৮ হাজার ৮শত টাকা এবং এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি বড় লরি জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী লরির হেলপার মো. ইকবাল খলিল চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন পশ্চিম হোসেন আহম্মেদপাড়া, খেজুরতলা এলাকার মৃত আলেক খাঁ এর ছেলে এবং লরির চালক মো. ইয়াছিন আরাফাত একই এলাকার মো. আ: সাত্তার এর ছেলে।

আজ ৬ই আগস্ট শুক্রবার বেলা আড়াইটার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো.ইকবাল খলিল (৩১) এবং মো. ইয়াছিন আরাফাত (২৫) দুই জন পরষ্পর যোগসাজশে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত লরির চালক ও হেলপার পেশার ছদ্মবেশে অভিনব পদ্ধতিতে চট্টগ্রাম থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এছাড়া তারা দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে আসামীরা এরূপ অপতৎপরতা চালিয়ে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত