চালক-হেলপারদের ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে চাঁদাবাজি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের রুপগঞ্জে চলাচলরত বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপারদের ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে এবং হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করার সময় হাতে-নাতে মো. রাজিব (৩২) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা।

১৫ই ডিসেম্বর বুধবার দুপুরে রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চাঁদাবাজ মো. রাজিব চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানাধীন ফতেহ জঙ্গিপুর এলাকার মৃত মো. হাকিম এর ছেলে বলে জানা যায়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে পাওয়া চাঁদাবাজির নগদ ৩ হাজার ১শত ২০ টাকা জব্দ করে র‌্যাব।

১৫ই ডিসেম্বর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে গ্রেফতারকৃত আসামী মো. রাজিব চাঁদাবাজ চক্রের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপারদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বাসপ্রতি দৈনিক ১শত ৫০ টাকা থেকে ২শত টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল বলে জানা যায়। এছাড়া কোন বাসের চালক বা হেলপার চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামী তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত