চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, ফতুল্লায় গ্রেফতার ঘাতক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারী চালিত মিশুক (ইজিবাইক) চালক আনোয়ার হোসেন (৩৯) কে ছুরিকাঘাত করে হত্যার পর  মিশুক (ইজিবাইক) ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিশাত (২৭) নামে এক ঘাতক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২০ই জুন রবিবার রাতে তাকে ফতুল্লা থানার দেলপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত নিশাত ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দেলাপাড়ার মো. সাইফুল ইসলামের ছেলে।

নিহত মিশুক (ইজিবাইক) চালক আনোয়ার হোসেন (৩৯) চাঁদপুর জেলার কচুয়া থানার মৃত আবুল হাসেমের ছেলে। নিহত আনোয়ার হোসেন (দ্বিতীয় স্ত্রী সাফিয়া বেগম কে নিয়ে) ফতুল্লা থানার কোতালেরবাগ বৌ বাজারস্থ মুক্তিযোদ্ধা মঞ্জুর সাহেবের বাসায় ভাড়ায় বসবাস করতেন এবং নিজ মালিকানাধিন ব্যাটারী চালিত মিশুক (ইজিবাইক) গাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ পাগলা দেলপাড়াস্থ আজিজ মিলস নামক একটি কারখানার পাশ্ববর্তী মাঠ থেকে মিশুক (ইজিবাইক) চালক কে হত্যা করে মিশুক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ঘাতক নিশাত কে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়,ঘটনার পরপরই হত্যাকান্ড সহ মিশুক (ইজিবাইক) ছিনতাইয়ের ঘটনায় শুরুতেই নিশাতের নাম উঠে আসে। নিজস্ব সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে রবিবার রাতে দেলাপাড়াস্থ আজিজ মিল সংলগ্ন খালি মাঠে অভিযান চালিয়ে নিশাত কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত হত্যা কান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ফতুল্লা থানা পুলিশ কে জানায় যে, ঘটনার সাথে সে সহ আরো দুই জন জড়িত রয়েছে। হত্যাকান্ড শেষে মিশুক (ইজিবাইক) গাড়ী ছিনিয়ে নেয়ার পর সাথে থাকা দুই ঘাতক তাকে পেয়ারা বাগান নামক স্থানে জোড়পূর্বক নামিয়ে দিয়ে মিশুক (ইজিবাইক) নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।

উল্লেখ্য, এর আগে গত ১৬ই জুন বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফতুল্লা  থানার রামারবাগ স্টেডিয়ামের সামনে হইতে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তি নিহত আনোয়ার হোসেনের মিশুক  (ইজিবাইক) গাড়ী নন্দলালপুর যাওয়ার কথা বলিয়া ভাড়া করে। পরবর্তীতে একই তারিখ রাত্র পৌনে দুইটার দিকে  জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে ফতুল্লা থানা পুলিশ সংবাদ পায় যে, একজন ব্যক্তির লাশ  পিলকুনী জামে মসজিদের উত্তর দিকে নন্দলালপুর-শিয়াচর গামী রাস্তার উপর পড়িয়া আছে। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশ লাশ উদ্ধার করিয়া সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া), নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন এবং লাশের পাশে পড়ে থাকা তাহার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেন। পরে নিহতের স্ত্রী রেহেনা আক্তার (৩৫) বাদী হয়ে অজ্ঞাতনামা দুই জনকে আসামী করে ১৭ই জুন বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

add-content

আরও খবর

পঠিত