নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলায় পতিতাবৃত্তির অভিযোগে সাত নারীসহ ১১ জনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মানবপাচার মামলা হয়েছে। আটকরা হলেন, ময়না খাতুন, বিলকিস, আব্দুল লতিফ, জোসনা বেগম, শিরিন বেগম, কল্পনা, জুয়েল হোসেন, বেলাল হোসেন, আফজাল, বিলকিস, শিউলী।
জেলা ডিবি পুলিশের এসআই আব্দল হক সিকদার জানান, বাবুরাইল বৌ-বাজারের আব্দল লতিফ ও এনায়েতনগরের জোসনা বেগম চাকরি প্রলোভনে দেশের বিভিন্ন স্থান থেকে মেয়েদের ডেকে এনে বাসায় আটকে পতিতাবৃত্তিতে বাধ্য করতেন। বাকিরা এ কাজে তাদের সহায়তা করতেন। শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।