চাঁনমারী বস্তি এলাকায় নারীসহ র‌্যাবের হাতে গ্রেফতার ২, গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে মোছা: হাসি বেগম (৩৫) ও মো. রিপন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৪ঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন চাঁনমারী বস্তি এলাকায় গাঁজা এবং অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরাবরাহের দায়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১১ দল। অভিযানকালে বসত ঘরের কাঠের পাটাতনের নিচে বিশেষভাবে মজুদকৃত অবস্থায় সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় মোছা: হাসি বেগম (৩৫) ও মো. রিপন (৩৫) নামে আসামীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এছাড়া তিনটি মোবাইল জব্দ করে র‌্যাব- ১১ দল।

আসামী মোছা: হাসি বেগম ফতুল্লা থানাধীন চাঁনমারী মডেল কলেজ এলাকার খোরশেদ আলম বাবুর স্ত্রী এবং আসামী মো. রিপন মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন কড়াইবাগ এলাকার মৃত হযরত আলী শেখের ছেলে।

৪ঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চাঁনমারী বস্তি এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায়। উল্লিখিত আসামীরা বিভিন্ন কৌশলে কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে ফতুল্লা থানাধীন চাঁনমারী বস্তি এলাকায় মোছা: হাসি বেগমের বসত ঘরের কাঠের পাটাতনের নিচে মজুদ করে রাখতো এবং সুবিধা মত সময়ে এই নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।

র‌্যাবের ওই কর্মকতা আরো জানান, দীর্ঘদিন এই মাদক ব্যবসায়ী চক্রের উপর গোপন নজরদারী করে ৪ঠা ফেব্রæয়ারি বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের আভিযানিক দল চাঁনমারী বস্তি এলাকায় গ্রেফতারকৃত আসামী মোছা: হাসি বেগম এর বসত ঘরের কাঠের পাটাতনের নিচে বিশেষভাবে মজুদকৃত অবস্থায় সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় মোছা: হাসি বেগম (৩৫) ও মো: রিপন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মোছা: হাসি বেগম এবং আসামী মো: রিপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ইতো পূর্বে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

add-content

আরও খবর

পঠিত