নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : র্যাবের অভিযানে মো. নাজমুল (২২), আয়নাল (৩০) ও রিপন মিয়া (২৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে ১১০ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। ১৯ সেপেটম্বর শনিবার রাতে ফতুল্লা থানাধীন সাইনবোর্ড হতে চাষাড়া গামী রাস্তার পূর্ব পাশে চাঁনমারী মালেকের বস্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৮শত টাকা জব্দ করে র্যাব-১১ দল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. নাজমুলের বাড়ি ফতুল্লা থানাধীন চাঁনমারি বস্তি, আয়নালের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন ভোলারপাড়া ও রিপন মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন শিলাশী নগর এলাকায়।
২০ সেপ্টেম্বর রবিবার দুুপুরে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ, নরসিংদী ও এর আশপাশের এলাকায় গোপনে নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।