নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নগরীর চাঁনমারি বস্তিতে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। গত ৪ঠা জুন শুক্রবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাজা বিক্রি টাকা সহ ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আসামীরা হলো, মৃত আব্দুল কাদেরের ছেলে মফিজুল ইসলাম (২৮), খানপুর কদর মিয়ার ভাড়াটিয়া মৃত আব্দুল খায়েরের ছেলে মো. চঞ্চল মিয়া (২৮), চাঁনমারি বস্তির বাসিন্দা মো. রতন মিয়া (৩৮), শিবু মাকের্ট আবুলের বাড়ীর ভাড়া টিয়া মৃত রহমত উল্লাহর মেয়ে মোসা. শাহনাজ বেগম।
এ বিষয়ে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া কর্মকর্তা হাফিজুর রহমান জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই আব্দুল হাইয়ের নেতৃত্বে চানঁমারি বস্তিতে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাজা সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।