চাঁনমারি‌তে হেরোইনসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নগরীর চাঁনমারি বস্তিতে অভিযান পরিচালনা করে হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে  পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১১ই জুন শুক্রবার সকালে তাদেরকে চাঁনমারি মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন বাচ্চু মিয়ার চায়ের দোকানের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই লাখ আশি হাজার  টাকা মূল্যমানের ২৮৫ পুরিয়া (২৮ গ্রাম) হেরোইন উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো : ফতুল্লা থানার চাঁনমারি বস্তির মৃত আব্দুল তালেবের পুত্র শামীম (৩৫), ও একই বস্তি এলাকার ইব্রাহিমের পুত্র বুলবুল আহম্মেদ ভুলু (৩৫)।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮ টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর, উপ-পরিদর্শক হাবিবুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা থানার চাঁনমারির মাইক্রোবাসস্ট্যান্ড সংলগ্ন বাচ্চু মিয়ার চায়ের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীম ও বুলবুল আহম্মেদ ভুলুকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২ লাখ আশি হাজার টাকা মূল্যমানের ২৮৫ পুরিয়া (২৮ গ্রাম) হেরোইন উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চাঁনমারি বস্তি এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত