চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। পবিত্র রমজানের মাসব্যাপী সিয়াম সাধনার পর দেখা গেল ঈদের কাঙ্ক্ষিত চাঁদ। দেশবাসী ঈদের আনন্দে মেতেছে।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ঈদ-উল-ফিতরের চাঁদ দেখার খবর ঘোষণা করা হয়। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরুর আগে দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর আসে। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

চাঁদ দেখার সরকারি ঘোষণার সঙ্গে টিভি-বেতারে বাজতে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সেই গান- ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’।

add-content

আরও খবর

পঠিত