নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ের একটি শিল্প প্রতিষ্টান থেকে চাঁদা দাবি করার অভিযোগে উপজেলার বৈদ্যেরবাজার সাবেক ইউপি চেয়ারম্যান ও বৈদ্যেরবাজার বিএনপির সাধারণ গাজী আবু তালেবকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ১৪ জানুয়ারী বৃহস্পতিবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানা পুলিশ জানান, উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি, জোড় পূর্বক ভাবে অন্যের জমি দখল, হত্যামামলা ও সরকারী জমি দখলের অভিযোগে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক গাজী আবু তালেবকে বৃহস্পতিবার সকালে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এলাকাবাসী জানান, গাজী আবু তালেব বর্তমান চেয়ারম্যান মাহবুব চেয়ারম্যান গফুর হত্যা মামলা আসামী হওয়ার পর তার স্থানে অনির্বাচিতভাবে চেয়ারম্যান হন তিনি। চেয়ারম্যান হওয়ার পর থেকে বৈদ্যেরবাজার এলাকায় খুন, বাড়ীঘর লুটপাট, হামলা-মামলা দিয়ে কয়েকটি পরিবারকে এলাকা ছাড়া করেছিল। তার লাঠিয়ার বাহিনীর ভয়ে এখনো অনেক পরিবার বাড়ীতে আসতে পারেনা। গাজী আবু তালেব ক্ষমতায় থাকাকালীন তার আশেপাশের অনেক পরিবারকে ভিটেমাটি ছাড়া করে ভুয়া কাগজ পত্র তৈরী করে বিভিন্ন কোম্পানীর কাছে বিক্রি করে দিয়েছে। এছাড়া সে ওই এলাকায় বিভিন্ন কোম্পানীর ভেতরে জায়গা পাবে এ অজুহাতে ওই কোম্পানীর কাজ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। তাছাড়া সে কয়েকটি কোম্পানীর কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করার অভিযোগ ও রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার লাঠিয়ার বাহিনী দিয়ে ওই কোম্পানীর শ্রমিককে মারধোর করে কাজ বন্ধ করে দিতেন। এরকম অর্ধশতাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপরদিকে, নদীতেও ছিল তার একছদ্ধ অধিপত্য। সে ও তার ছেলে গাজী আওলাদ মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করতো। চাঁদা দিতে অস্বীকার করলে নৌযান শ্রমিকদের হাত-পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে বৈদ্যেরবাজার এলাকার যুবলীগ নেতা তপনকে কুপিয়ে হত্যাসহ একাধিক হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী গাজী আবু তালেব।