চাঁদার টাকা না পেয়ে বাড়ি নির্মানে বাঁধা, আহত-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : স্থানীয় চাঁদাবাজদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় নির্মানাধীন বাড়ির কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাড়ির মালিক ও তার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা মিয়াবাড়ি এলাকায়।

বাড়ির মালিকের স্ত্রী নিলুফা ইয়াছমিনের লিখিত অভিযোগ থেকে জানা যায়, তার স্বামী মোতালেবের ক্রয়কৃত ভায়েলা মিয়াবাড়ি এলাকার জমিতে পাঁকা বিল্ডিংয়ের কাজ করছিলেন। বিল্ডিংয়ের কাজ করার সময় স্থানীয় চাঁদাবাজ সুমন মিয়া, নাঈম মিয়াসহ তাদের লোকজন মোতালেব মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছে। এসময় মোতালেব মিয়া চাঁদা দিতে অস্বীকার করে। এরই জের ধরে মঙ্গলবার সকালে মোতালেব মিয়ার ছাদের ঢালাই কাজ করার সময় স্থানীয় চাঁদাবাজচক্রটি ফের বাড়ির মালিক মোতালেবের নিকট চাঁদা দাবী করলে তিনি কোন প্রকার চাঁদা দিতে পারবেনা বলে সাফ জানিয়ে দেয়।

এসময় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে মোতালেব মিয়ার স্ত্রী নিলুফা ইয়াছমীনকে পিটিয়ে আহত করে। তাকে বাঁচাতে ছেলে রাসেল এগিয়ে আসলে চাঁদাবাজরা লোহার  রড দিয়ে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে চাঁদাবাজরা ছটকে পরে। স্থানীয় লোকজন আহতদের উদদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত