নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় মাঝিনা নদীরপার এলাকার এ্যাসফল্ট এন্ড রেডিমিক্স কোম্পানীতে হামলা চালায় চাঁদাবাজরা। চাঁদার টাকা না দেওয়ায় কোম্পানীর ম্যানেজারকে পিটিয়ে আহত করে তারা। এ ঘটনায় কোম্পানীর পক্ষ থেকে খন্দকার রোকন বাদী রূপগঞ্জ থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীরপাড় এলাকায় এ্যাসফল্ট এন্ড রেডিমিক্স কোম্পানী দিয়ে কনক্রীট তৈরী করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। গত বেশ কিছু দিন ধরে কায়েতপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য চাঁদাবাজ ইছাখালী এলাকার রশিদ ভুইয়ার ছেলে ইউপি সদস্য ওমড় ফারুক ভুইয়া, আব্দুল খালেকের ছেলে রাসেল, সামছুল হক ভুইয়ার ছেলে রাসেল ভুইয়া, পশ্চিমগাঁও এলাকার জনাব আলীর ছেলে আশিক ইকবাল, মাঝিনা নদীরপাড় এলাকার নজরুলের ছেলে বাবুসহ তাদের সহযোগীরা উক্ত কোম্পানীতে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। চাঁদাবাজদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় চাঁদাবাজরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে এ্যাসফল্ট এন্ড কোম্পানীতে হামলা চালিয়ে তাদের দাবীকৃত ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। কোম্পানীর ম্যানেজার গোলাম রসুল শিহাব তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাকে পিটিয়ে আহত করে চাঁদাবাজরা।
এ ঘটনায় কোম্পানীর পক্ষ থেকে খন্দকার রোকন বাদী হয়ে ওমড় ফারুক, রাসেল, রাসেল ভুইয়া, আশিক ইকবাল ও বাবুকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওমড় ফারুকসহ বার বাহিনীর সদস্যরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। কায়েতপাড়া ইউনিয়নের মাদক ব্যবসার নিয়ন্ত্রন করছে তার বাহিনীর সদস্যরা। চণপাড়া কাঞ্চন সড়কে চলাচলরত সকল যানবাহন থেকে নিয়মিত চাঁদা তুলছে ফারুক বাহিনীর লোকজন। এ ই বাহিনীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগের শেষ নেই। ছাত্রলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না।
এ ব্যপারে ফারুক মেম্বারের সঙ্গে তার সেল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ( ০১৯১৪৪৯১৮৮০)।
রূপগঞ্জ ইন্সপেক্টর তদন্ত এমদাদুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। চাঁদাবাজদের দ্রæত গ্রেফতার করা হবে।