নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে এক তরুণিকে (স্কুলছাত্রী) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন স্কুলছাত্রী তরুণির পিতা জাহাঙ্গীর হোসেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ২০০০ ( সংশোধনী-২০০৩) এর ৯(৪)(খ)/৩০ ধারায় মামলা রুজু করা হয়, যার মামলা নং ২১। সোমবার (৮ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় রজনীগন্ধ্যা যাত্রীবাহী বাসের ভেতরে এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার হারুন অর রশিদ বিপিএম ও পিপিএম বার সাংবাদিকদের জানায়, বিষয়টি খুবই দু:খজনক। সে ১০ম শ্রেনীর স্কুলছাত্রী। প্রাইভেট শেষ করে তার বড় বোনের বাসায় গিয়েছিল। বড়বোন সুতা আনার জন্য তাকে চিটাগাংরোড যেতে বলে, তখন সে মৌচাক হতে রজনীগন্ধা বাস ( যার রেজি: নং-ঢাকামেট্রো-ব-১৫-১৮৪৯) যোগে চিটাগাং রোডের উদ্দেশ্যে রওনা হয়। পরে বাসের মধ্যে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। জিজ্ঞাসাবাদে অপরাধীদের বরাত দিয়ে পুলিশ সুপার জানায়, শিমরাইলে প্রচন্ড যানজটের কারনে যাত্রীরা নেমে যেতে শুরু করে। পরে মেয়েটি শিমরাইল মোড়ে ফুটওভার ব্রীজে নামিয়ে দেয়ার জন্য বাসের হেল্পারকে বলে। কিন্তু হেলপার চালককে গাড়ি না থামিয়ে যেতে বলে। পরে সোলেমান (২২) নামে যুবক মেয়েটির শরীরে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। তখন স্কুলছাত্রী চিৎকার দিয়ে বাস থেকে নেমে পড়লে তার গলা টিপে ধরে সোলেমান। পরে গাড়িটি কাঁচপুর সেতুর নিচে নিয়ে গেলে মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন যৌন হয়রানির চেষ্টাকারি সোলেমান, গাড়ির চালক হাবিবুর (৪২) ও কন্ট্রাক্টর জয় কে (১৯) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, ইমরান মেহেদি সিদ্দিক, সুবাস চন্দ্র সাহা, সিদ্ধিরগঞ্জ থানা ওসি তদন্ত মো. মেলিম মিয়া।
এদিকে স্কুলছাত্রীর পিতার মামলা অনুযায়ী আসামীদের আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাদের কারাগারে প্রেরণ করেছে।