চলছে কঠোর বিধি-নিষেধ, বাস্তবায়নে তৎপর না.গঞ্জ জেলা প্রশাসন

নারায়ণগঞ্জ বার্তা ২৪মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় ১৪ দিনের কঠোর বিধিনিষেধ (কঠোর লকডাউন) এর প্রথম দিনে নারায়ণগঞ্জে তৎপর রয়েছে জেলা প্রশাসন। সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। তাছাড়া শহরের বিভিন্ন স্থানে রয়েছিলো পুলিশের চেকপোস্ট। এছাড়াও মাঠে  বিজিবি সেনাবাহিনী ছিল কঠোর তৎপর আজ ২৩ই জুলাই শুক্রবার সকাল থেকেই শহরের চাষাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনা বাহিনী, বিজিবি পুলিশের একটি দল অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। ওই সময় তারা যানবাহনের কাগজ পত্র পরীক্ষা করেন এবং বাইরে বের হওয়ার কারণ জানতে চান। তারা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া মানুষের মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করেন।

ছাড়াও সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি করেন। ছাড়া প্রতিটি প্রধান প্রধান সড়কেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।

এদিকে সরকারী বিধি নিষেধ প্রতিপালনে ২৩ই জুলাই শুক্রবার লকডাউনের প্রথম দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৯৫টি মামলায় প্রায় ৪৭ হাজার শত ৫০ টাকা জরিমানা আদায় করেছেন।

লকডাউনে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলার সাইনবোর্ড, চাষাড়া, শিমরাইল (চিটাগাংরোড), ইপিজেড, পঞ্চবটি, পাগলা, লঞ্চঘাট, সৈয়দপুর, কাঞ্চন ব্রিজ, বিশনন্দি, মদনপুর, মেঘনা ব্রিজসহ গুরুত্বপূর্ণ স্থানসমুহে চেকপোস্ট বসিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রন আরোপ করা হয়। এছাড়া কাঁচাবাজর সমূহ উম্মুক্তস্থানে সরিয়ে আনা হয়। জাতীয় তথ্যসেবা হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এবং সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি নিয়ন্ত্রন কক্ষ সার্বক্ষনিক খোলা রয়েছে বলে জানা যায় ।

বিধি নিষেধ (কঠোর লকডাউন) এর বাস্তবায়নে ওই দিন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‌্যা, বিজিবি, পুলিশ, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা যায়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে  বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ২৩টি মোবাইল কোর্ট, বাংলাদেশ সেনাবাহিনীর ৩টি পেট্রোলটিমে প্রায় ৪৬ জন, বিজিবির প্লাটুনে প্রায় ৪০ জন, র‌্যাবের ১টি টিম পেট্রোলিংয়ে, পুলিশ আনসার বাহিনীর সদস্যরা কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে কাজ করছেন। করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড১৯) এর বিস্তার রোধকল্পে নারায়ণগঞ্জ জেলায় কঠোর বিধি নিষেধ আরোপ এবং আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ কার্যক্রম প্রতিরোধের নিমিত্ত নিরলস কাজ করে যাচ্ছে। সময়ে সকলকে সচেতনতার সহিত  লকডাউন বাস্তবায়নে সহযোগিতার জন্য অনুরোধ করা যাচ্ছে।

add-content

আরও খবর

পঠিত