চতুর্থ ধাপে চূড়ান্ত তালিকায় নারায়ণগঞ্জের ১১৫ জন মুক্তিযোদ্ধা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চতুর্থ ধাপে প্রকাশিত হলো নারায়ণগঞ্জের ১১৫ জন প্রকৃত মুক্তিযোদ্ধার নামের তালিকা। ২৫ই জুন বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ সময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণে শেষে ৮ বিভাগের ৫৫ উপজেলার ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়। এতে সোনারগাঁও উপজেলার ১১৫ জন মুক্তিযোদ্ধার নাম চূড়ান্ত তালিকায় যুক্ত হলো।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চূড়ান্ত যাচাই বাছাই শেষে মুক্তিযোদ্ধার তালিকায় যাদের নাম প্রকাশিত হয়েছে তারা হলেন : বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ (বেসামরিক গেজেট নং- ৫৫৫), বীর মুক্তিযোদ্ধা মো.জজ মিয়া (৫৭৪), বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ালুর হক (৫৭৮), বীর মুক্তিযোদ্ধা মো. জামশেদ হুসাইন (৫৮৮), বীর মুক্তিযোদ্ধা  মো. শহিদুল্লাহ মিয়া (৬৩৭), বীর মুক্তিযোদ্ধা শামছুল হক (৬৪৬), বীর মুক্তিযোদ্ধা  মো. নুরুল আমীন (৬৫২), বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান (৬৮৭), বীর মুক্তিযোদ্ধা মো. ওসমান (৭৩০), বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হক ভুইয়া (৭৩৯), বীর মুক্তিযোদ্ধা  মো. সিরাজুল হক (৭৬০), বীর মুক্তিযোদ্ধা মো.শাহজাহান ভুইয়া (৭৯০), বীর মুক্তিযোদ্ধা  মো. জহিরউদ্দিন ভুঁইয়া (৭৯৩), বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুইয়া (৭৯৪), বীর মুক্তিযোদ্ধা  মো. শাহজাহান ভুইয়া (৮০৪), বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান (৮০৬), বীর মুক্তিযোদ্ধা মো. কামারুজ্জামান মিঞা (৮০৮), বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াদুদ ভুঞী (৮২৫), বীর মুক্তিযোদ্ধা এম ওয়ালিউর রহমান (৮২৬), বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো.শাহজাহান (৮২৮), বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলাম (৮৩১), বীর মুক্তিযোদ্ধা মো. সদর আলী (৮৩৯), বীর মুক্তিযোদ্ধা মো. সাইজুদ্দীন (৮৪৭), বীর মুক্তিযোদ্ধা বেগম গুল বদন (৮৫৩), বীর মুক্তিযোদ্ধা আ: ছালাম (৮৬০), বীর মুক্তিযোদ্ধা মো. আফাজ উদ্দিন মিয়া (৮৬৬), বীর মুক্তিযোদ্ধা মো. ওবায়দুল হক সরকার (৮৬৯), বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন (৮৭০), বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন (৮৭১), বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম (৮৭৫), বীর মুক্তিযোদ্ধা মো.তাইজুল ইসলাম ভুঞা (৮৮০), বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান (গেজেট নম্বর ৮৮৮), বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে (৮৯১), বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোতালিব হোসেন (৯১১), বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান (৯১৩), বীর মুক্তিযোদ্ধা, মো.আবুল হোসেন (৯১৪), বীর মুক্তিযোদ্ধা মৃত সৈয়দ মুজিবুর রহমান (৯১৫), বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা মিয়া (৯১৬), বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৯১৭), বীর মুক্তিযোদ্ধা  মো.আবদুল হাই মিয়ান (৯১৮), বীর মুক্তিযোদ্ধা মো. আয়ুব আলী (৯১৯), বীর মুক্তিযোদ্ধা মৃত আ: করিম (৯২১), বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হোসাইন (৯২৪), বীর মুক্তিযোদ্ধা মৃত রুস্তম আলী (৯২৫), বীর মুক্তিযোদ্ধা  মো.মনোয়ার হোসাইন (৯৩০), বীর মুক্তিযোদ্ধা মো. আ: বাসেত মিয়া (৯৩৩), বীর মুক্তিযোদ্ধা আবদুর রব মোল্লা (৯৩৪), বীর মুক্তিযোদ্ধা শ্রী শিশির কুমার রায় (৯৩৫), বীর মুক্তিযোদ্ধা আবুল বাসেদ (৯৩৬), বীর মুক্তিযোদ্ধা মো. হাসান খন্দকার (৯৪০), বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন (৯৪৭), বীর মুক্তিযোদ্ধা মো.গিয়াস উদ্দিন (৯৪৮), বীর মুক্তিযোদ্ধা মো.সিরাজুল ইসলাম (৯৪৯), বীর মুক্তিযোদ্ধা মীর তাওলাদ হোসেন (৯৫০), বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল হক দালাল (৯৫১), বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান (৯৫২), বীর মুক্তিযোদ্ধা শ্রী অমুল্য চন্দ দাশ (৯৫৪), বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম (৯৫৫), বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তফা মিয়া (৯৫৬), বীর মুক্তিযোদ্ধা মো. তাইজুল ইসলাম (৯৫৮), বীর মুক্তিযোদ্ধা মো শরিফ হোসাইন (৯৫৯), বীর মুক্তিযোদ্ধা হাজী মো. শরাফত উল্লাহ মাষ্টার (৯৬১), মৃত আবুল হোসেন (৯৬২), বীর মুক্তিযোদ্ধা মো. আরাফত আলী (৯৬৪),  বীর মুক্তিযোদ্ধা  মো. সামছুজ্জাামান (৯৬৫), বীর মুক্তিযোদ্ধা মো.আমান উল্লাহ (৯৬৬), বীর মুক্তিযোদ্ধা মো. আয়েত আলী (৯৬৯), শাহজাহান (১৪৭৭), বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলাম খান (১৪৭৮), বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল ভুইয়া (১৪৭৯), বীর মুক্তিযোদ্ধা  আখতারুজ্জামান ভুইয়া (১৪৮০), বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক (১৪৮১), শাহাদৎ হোসেন (১৪৮২), বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম (১৪৮৪), বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল হক (১৪৮৭), মৃত হুমায়ন কবির মোল্লা (১৪৮৮),  বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম (১৪৮৯), দেওয়ান সিরাজুল ইসলাম (১৪৯২), বীর মুক্তিযোদ্ধা মো.শহিদুল্লাহ ভুঁঞা (১৪৯৩), বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জিয়াউল হাসান (১৪৯৬), মৃত ফজলুল হক (১৪৯৭), বীর মুক্তিযোদ্ধা মৃত জজ মিয়া (১৫০১), বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের (১৫০৩), বীর মুক্তিযোদ্ধা শংকর পাল (১৫০৪), বীর মুক্তিযোদ্ধা মো.নুর হোসেন (১৫০৬), বীর মুক্তিযোদ্ধা  মো. আপ্তাবদ্দিন (১৫০৭), বীর মুক্তিযোদ্ধা মৃত তাহের আলী (১৫০৮), বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল আউয়াল (১৫০৯), বীর মুক্তিযোদ্ধা মো. আবু মিয়া (১৫১০), বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক (১৫১১), বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের (১৫১২), বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (১৫১৩), বীর মুক্তিযোদ্ধা মৃত ইসমাইল (১৫১৪), বীর মুক্তিযোদ্ধা মৃত ইয়াজ উদ্দিন (১৫১৫), বীর মুক্তিযোদ্ধা মো.আমির হোসেন (১৫১৬), বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম (১৫১৭), বীর মুক্তিযোদ্ধা মো. মাইজ উদ্দিন (১৫২০), বীর মুক্তিযোদ্ধা মো. সলিম উল্লা (১৫২২), আব্দুল মোতালেব (১৫২৩), বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রশিদ ভুইয়া (১৫২৫), বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (১৫২৮), বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মন্টু (১৫২৯), বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন (১৫৩০), বীর মুক্তিযোদ্ধা  মো. শহিদুল্লাহ মান্নান (১৫৩১), বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ (১৫৩৩), বীর মুক্তিযোদ্ধা আছান উল্লাহ বেপারী (১৫৩৪), বীর মুক্তিযোদ্ধা  আ: কাশেম (১৫৩৭), বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ মোল্লা (১৫৩৮), বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান (১৫৪৫), বীর মুক্তিযোদ্ধা গোলাম আলী (১৫৪৬), বীর মুক্তিযোদ্ধা মো. রহম আলী (১৫৪৭), বীর মুক্তিযোদ্ধা সামছুল হক (১৫৪৮), বীর মুক্তিযোদ্ধা রশিদ (১৫৫০), বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন (১৫৫১), বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল ইসলাম দেওয়ান (১৫৫২)।

এদিকে, চতুর্থ ধাপে প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৯৩৮ জন চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮  জন ও সিলেট বিভাগের  ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

এর আগে গত ২৫ই মার্চ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় ১  হাজার ৮ শত ৯২ জনের তালিকা প্রকাশ করেন। প্রথম ধাপে আড়াইহাজার উপজেলায় ৩৯৬, সদর উপজেলায় ৬২৫, বন্দরে ১৬১, রূপগঞ্জে ৩৫৮ ও সোনারগাঁয়ে ৩৫২ জন মুক্তিযোদ্ধার তালিকার নাম প্রকাশ করা হয়েছে। গত ৯ই মে রবিবার দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ জেলায় আরও ৬৮ জনের তালিকা প্রকাশ করেন। দ্বিতীয় ধাপে আড়াইহাজার উপজেলায় ১০ জন, সদর উপজেলায় ১৭ জন, বন্দরে ২৩ জন, রূপগঞ্জে ৪ জন ও সোনারগাঁয়ে ১৪ জন মুক্তিযোদ্ধার তালিকার নাম প্রকাশ করা হয়েছে । গত ৭ই জুন সোমবার তৃতীয় ধাপে নারায়ণগঞ্জ জেলায় আরও ৭১ জনের তালিকা প্রকাশ করেন এবং তৃতীয় ধাপে আড়াইহাজার উপজেলায় ৮ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১৫ জন, বন্দরে ২৮ জন ও রূপগঞ্জে ২০ জন মুক্তিযোদ্ধার তালিকার নাম প্রকাশ করা হয়েছে। তাছাড়া গত ২৫ই মার্চ প্রথম ধাপে সর্বমোট ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন, দ্বিতীয় ধাপে গত ৯ মে সর্বমোট ৬ হাজার ৯৮৮ জন এবং তৃতীয় ধাপে গত ৭ই জুন সোমবার সর্বমোট ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকায় প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

add-content

আরও খবর

পঠিত