ঘাসফুল সাহিত্য আড্ডার কমিটি গঠন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চিন্তা চেতনায় বিকশিক হোক সাহিত্য জ্ঞানের আলোঘর-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাহিত্য সংগঠন ঘাসফুল সাহিত্য আড্ডার নতুন কমিটি গঠন করা হয়েছে। কবি-গল্পকার মোহাম্মদ আল মনিরকে সভাপতি ছড়াকার-সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহকে সাধারণ সম্পাদক ও কবি বাপ্পী সাহাকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্যের ওই কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী কবি সাঈদ দেলোয়ার  কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। কমিটিতে দুইজন উপদেষ্টাও রাখা হয়েছে। এরা হলেন- আল আমিন ইকবাল ও রাবেয়া রুবি।

কমিটিতে অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মুন্নী রুনা, সহ-সভাপতি আবুল কাশেম তারা, শের আরী শেরবাগ, যুগ্ম-সম্পাদক বাবুল হোসেন বাবলু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আলম মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক নুসরাত হাসান মেঘা, প্রচার সম্পাদক ইকবাল হোসেন রোমেছ, কোষাধ্যক্ষ এম আর সেলিম, সাংস্কৃতিক সম্পাদক ডালিয়া পারভীন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-কল্পনা ভদ্র, মাসুম হাসান খান, সোলাইমান ইমরান, রুহুল আমিন, মাসুদ রানা ও মাসুদ রানা লাল।

add-content

আরও খবর

পঠিত