গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যদের দুই দিনের রিমান্ড মঞ্জুর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সক্রিয় সদস্য মোঃ মামুনুর রশিদ ওরফে মামুন (৩৪) এবং মোঃ ইসমাইল হোসেন (২৯) কে গ্রেপ্তার করেছে  র‌্যাব -১১এ র সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে জঙ্গীবাদী নোটশীট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে র‌্যাব -১১ এর সিনিয়র এএসপি শাকিল আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে র‌্যাব  তাদেরকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আশেক ইমামের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার ১১ অক্টোবর রাতে র‌্যাব -১১ এর একটি আভিযানিক দল বুধবার রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। মোঃ মামুনুর রশিদ ওরফে মামুন (৩৪), ১৯৯৬ সালে নোয়াখালীর একটি মাদ্রাসা থেকে হাফেজিয়া পাশ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে চাকুরী করেছে। ২০১৬ সালের মে মাস থেকে সে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফ্যাক্টরীতে কাজ করছিল।

২০১৩ সালে সে তাসনিমের সাথে উগ্রবাদী অডিও আদান প্রদানের মাধ্যমে জিহাদে উদ্বুদ্ধ হয়। ধীরে ধীরে হানাফি থেকে সে সালাফি মতাদর্শে প্রবেশ করে। আব্দুল্লাহপুর এলাকায় সংগঠনের দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা ছাড়াও তার বাসায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হত।

আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানের কারণে সে অনেকটা আড়ালে চলে যায়। তারপরেও সে সতর্কতার সাথে দাওয়াতী ও আর্থিক সহায়তার কাজ চালিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃত অপর জঙ্গি মোঃ ইসমাইল হোসেন ২০০৫ সালে দারুল ফালাহ ছালেহিয়া সাহেব ঢাকার তুরাগ এলাকার আলী আলিয়া মাদ্রাসা থেকে ৮ম শ্রেণী পাশ করে। সে ২০১২ সালে ঢাকায় একটি কোম্পানীতে ও পরে তার ভাইয়ের স্টেশনারী দোকানে কাজ শুরু করে।

২০১৪ সালে জেএমবি সদস্য এবং গ্রেফতারকৃত মোঃ মামুনুর রশিদ ওরফে মামুন এর মাধ্যমে সে সংগঠনে প্রবেশ করে। সে মুলতঃ আব্দুল্লাহপুর এলাকায় দাওয়াতী কাজ করত।

add-content

আরও খবর

পঠিত