গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় মোবাইল কোর্ট পরিচালনা ও উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন ও মো. নাহিদ নিয়াজ শিশির–এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ ব্যানার, সাইনবোর্ড ও চারটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

এছাড়াও, সড়কে যানজট সৃষ্টি করছিল এমন সবধরনের যানবাহন সরিয়ে নেওয়া হয়, যা জনসাধারণের চলাচলে স্বস্তি ফেরায়।

এই অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বিআরটিএ যৌথভাবে সহযোগিতা করে। সমন্বিত এই উদ্যোগ শহরের সৌন্দর্য ও চলাচল ব্যবস্থা উন্নয়নে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় ধারাবাহিকভাবে এমন অভিযান চলবে এবং শহরের শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় কোনও ধরনের অবৈধ স্থাপনা বা কার্যক্রম সহ্য করা হবে না।

 

add-content

আরও খবর

পঠিত