গোলাকান্দাইল সুইচগেট এলাকা ছিনতাইয়ের আতঙ্ক !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল সুইচগেট এলাকা রাতের বেলা ছিনতাইকারীর দখলে থাকায় পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগিরা জানান, দিনের বেলা এলাকাটি মানুষের পদচারণায় মুখরিত থাকলেও রাতের বেলা এলাকার চিত্র পাল্টে যায়। রাত হলেই গোলাকান্দাইল ষ্টান্ডের আল-রাফি হাসপাতাল থেকে নীল ভিটার সুইচগেট পর্যন্ত পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কেও কারণে রোডে এলাকাবাসী চলাচল কমিয়ে দিয়েছে।

জানা যায়, প্রায় প্রতিদিনই রাত ৮টার পর সুইচগেট এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে যাচ্ছে। এ কারণে সুইচগেটের রাস্তাটি সাধারণ মানুষের জন্য হয়েছে ঝুঁকির্পূণ। এলাকাবাসী জানান, সুইচগেট এলাকায় রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে ছিনতাইকারীদের অভিযান। টহল পুলিশের উপস্থিতি টের পেলেই ছিনতাইকারীরা শটকে পড়ে করবস্থান রোডে। আবার চলে গেলেই দখলে নেয় চলে ছিনতাইকারীরা।

গাউছিয়া মার্কেটের এক ব্যবসায়ী বলেন, এখানে নিরাপত্তার অভাবে এলাকার সাধারন ব্যবসায়ীরা ৮টার আগেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীদের বাসায় চলে যেতে হচ্ছে। এতে করে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে বলে দাবী করেন তিনি।

ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মো. রফিকুল হক বলেন, এ ছিনতাইকারীর চক্রটিকে আটকের জন্যই প্রতি রাতে পুলিশ পাঠানো হচ্ছে। মানুষের জান মালের নিরাপত্তা দেয়াই আমার দায়িত্ব।

add-content

আরও খবর

পঠিত