গোগনগর একাডেমীর জয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বন্দর সিরাজদ্দৌলা ক্লাবকে ১-০ গোলে পরাজিত করেছে গোগনগর ফুটবল একাডেমী দল। এ খেলায় গোগনগর ফুটবল একাডেমীর খেলোয়ার মো. সম্পদ ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন। ৮ জানুয়ারী রোববার বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে এ টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে খেলোয়ারদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ সভাপতি ডা. মোহাম্মদ নিজাম আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক ডা. আব্দুল মালেক, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম মোর্শেদ, বঙ্গসাথী ক্লাবের সিনিয়র সহ সভাপতি কামরুল হুদা বাবু

এসময় বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল ও বঙ্গসাথী ক্লাবের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভ উপস্থিত ছিলেন। আজ কোয়াটার ফাইনাল খেলায় অংশ নিবে গাবতলী ফুটবল কোচিং সেন্টার বনাম বঙ্গবীর দল।

এ টুর্নামেন্টে অংশ গ্রহন করছেন নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব অংশগ্রহন করে। অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার। সোঁনালী অতিত নারায়ণগঞ্জ, সোঁনালী অতীত মুন্সিগঞ্জ।

add-content

আরও খবর

পঠিত