নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে ময়লা পানি নিষ্কাশন সংক্রান্ত বিরোধের জের ধরে জোছনা বেগম নামে এক গৃহবধূর চামচের আঘাতে হাবিব মিয়া (৪৩) নামে এক যুবক নিহত হয়েছে। গত ৭ জানুয়ারি শনিবার বিকালে আড়াইহাজারের গহরদী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হাবিব মিয়া গহরদী এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম রাতে আড়াইহাজার থানায় একটি মামলা করেছেন। মামলায় আসামীরা হলেন : আড়াইহাজারের গহরদী এলাকার হান্নান মিয়া কাজী, তার স্ত্রী জোছনা বেগম, তাদের বড় ছেলে সোহাগ ও ছোট ছেলে মো. সুমন।
মামলার অভিযোগে সেলিনা বেগম বলেন, আমার স্বামী হাবিব মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তার বাড়ির সীমানা নিয়ে নাম উল্লেখিত আসামীদের ঝগড়া চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আমাদের বাড়ির ময়লা পানি নিষ্কাশন নিয়ে আমার স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে হান্নান মিয়া আমার স্বামীকে হত্যার উদ্দেশ্য এলোপাথাড়ি মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ের জোছনা বেগম লোহার বড় চামচ দিয়ে তার মাথায় আঘাত করে।
তিনি আরও বলেন, আঘাতের পর পরই আমার স্বামী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সবাই মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগেও আমার আগের স্বামী বাতেন মিয়াকে আসামীরা মারধর করে হত্যা করেছিল। পরে এ বিষয়ে আসামীরা আমাদের সঙ্গে আপোষ করেন। আমার আগের স্বামী বাতেন মিয়া মারা যাওয়ার পর তার ছোট ভাই হাবিব মিয়ার কাছে আমার বিয়ে হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হাওলাদার বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।