গৃহবধূকে শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : দাবিকৃত যৌতুকের ৫ লাখ টাকা না দেয়ায় পাষন্ড স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন আফসানা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার রূপগঞ্জ উপজেলার উত্তর কায়েতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ নিজে বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে এ ঘটনায় শ্বশুর ছালেহ আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ ।

অভিযোগে উল্লেখ, রূপগঞ্জের উত্তর কায়েতপাড়া মো. ছালেহ আহম্মেদ এর ছেলে শাকিল আহম্মেদ (২৫) এর সাথে একই এলাকার ইব্রাহিম শেখ এর মেয়ে আফসানা আক্তারের (১৯) গত ২/৮/২০১৮ ইং তারিখে ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। বিবাহের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে ৫০ হাজার টাকা যৌতুক প্রদান করেন। বিবাহের কিছুদিন পর থেকেই শাকিল আহম্মেদ আরো ৫ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ সৃষ্টি করে। তখন এতো টাকা দেয়ার অক্ষমতা প্রকাশ করলে ভরণ-পোষন না দিয়ে অমানভিক নির্যাতন চালিয়ে আসছে। ১২ জুন আনুমানিক রাত ১১ টার দিকে শাকিল আহম্মেদ সহ শ্বাশুরী খাদিজা (৪৪), শ্বশুর ছালেহ আহম্মেদ (৫০), ফুফা শ্বাশুড়ী খুশি বেগম (৪২) দাবিকৃত পাঁচ লক্ষ টাকার জন্য এলোপাথারি মারধর করে শরীরে লীলা ফুলা করে রক্তাক্ত যখম করে। একপর্যায়ে শ্বাশুড়ী ও ফুফা শ্বাশুরী চুলের মুঠি ধরে আর শাকিল গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যার করার চেষ্টা চালায়। তখন ডাক চিৎকারে আশে পাশের লোকজন আসলে বিবাদী বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে হুমকি প্রদান করে। পরে লোকজন আহত অবস্থায় গৃহবধূ আফসানা আক্তারকে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

add-content

আরও খবর

পঠিত