নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধুকে নির্যাতনের দায়ে ননদ ও তার জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ই মার্চ দিবাগত রাতে নির্যাতনের শিকার গৃহবধূ মোসা: জাহিদা বেগমের সরকারি ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ এ কল দেয়ার প্রেক্ষিতে ঘটনাস্থল বন্দর উপজেলাধীন জিওধরা এলাকায় গিয়ে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন : বন্দর উপজেলাধীন চৌধুরী বাড়ি (কলাগাছিয়া) এলাকার নুরুল হকের মেয়ে সোনিয়া আক্তার ও তার স্বামী আজিজুল হকের ছেলে সোহেল।
এ ব্যাপারে ওই গৃহবধূ জানান, বিগত ৭ বছর পূর্বে মধ্যপ্রাচ্যের জর্ডানে নারায়ণগঞ্জ বন্দরের জিওধরা এলাকার মো. জনির সাথে বিবাহ হয়। এরপর সেখান থেকে ৫-৬ বছর পূর্বে তিনি বন্দরের এলাকায় নিজ বাড়িতে চলে আসেন। সেখানে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। ৪ বছর পূর্বে তার স্বামী জর্ডান থেকে ফিরে এলে জাহিদা তার শশুরবাড়ি বন্দরে জিওধরা এলাকায় চলে আসে। এরপরে দেড়মাস জনি ফের জর্ডানে পর থেকেই তার শশুর বাড়ির লোকেরা যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এতে তিনি অস্বীকৃতি জানালে নানা সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। এরই জের ধরে ২৪ই মার্চ রাত অনুমান দেড়টায় উল্লেখিত বিবাদীরা গৃহবধূর ঘরে প্রবেশ করে যৌতুকের টাকা না দেওয়ায় বিভিন্ন গালাগালি করতে থাকে এবং এক পর্যায়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। এ সময় তিনি উপায়ন্তর না দেখে সরকারি ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ ফোন দিলে বন্দর থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং সোহেল ও সোনিয়াকে থানায় নিয়ে আসে। এই বিষয়ে বন্দর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার নং-২৩(৩)২১ইং।