গুলি করে বিকাশ কর্মকর্তার টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে গুলি করে এক বিকাশ কর্মকর্তার কাছ থেকে সাড়ে ৪ লাখ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় সোমবার (৭ জানুয়ারি) সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে রবিবার (৬ জানুয়ারী) দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মামলার বাদী বিকাশ এর ডিস্ট্রিভিউসন এন্ড মার্চেইনডাইজিং ম্যানেজার রুবেল অধিকারী জানান, তাদের কোম্পানির ডিএসও শাকিল মিয়া রোববার দুপুরে দিঘী বরাব এলাকার বিভিন্ন এজেন্টদের কাছ থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে রিকশা যোগে রুপসী যমুনা ব্যাংকে যাওয়ার পথে সাঈদ মার্কেট বালুর মাঠে উষা ফাউন্ডেশন কোম্পানির কাছে পৌছামাত্র একটি মটরসাইকেল যোগে ৩ জন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে।

ছিনত্ইকারীরা শাকিলের মাথায় পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে টাকার ব্যগটি ছিনিয়ে নেয়। এসময় শাকিল চিৎকার শুরু করলে ছিনতাইকারী শাকিলের ডান পায়ে গুলি করে। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক ছড়িয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক বলেন, ছিনতাই হওয়া টাকা ও ছিনতাইকারীদের গ্রেফতারসহ অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত