গুলশানে হামলাকারীদের শর্ত ছিল তিনটি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ঢাকা ডেস্ক) : গুলশানের রেস্টুরেন্টে জিম্মি সংকটের অবসান ঘটাতে সন্ত্রাসীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল যৌথ বাহিনী। এই বাহিনীতে সেনা কমান্ডো, নৌ কমান্ডো,‌ র‌্যাব, পুলিশ ও বিডিআর সদস্যরাও ছিলেন। তারা হ্যান্ড মাইকে বারবার জিম্মিদের ছেড়ে দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছিলেন। পুলিশ ও যৌথ বাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।

জবাবে তারা আত্মসমর্পণের তিনটি শর্ত দিয়েছে। শর্ত তিনটি হলো-

১. একদিন আগে ডেমরা থেকে আটক জেএমবি নেতা খালেদ সাইফুল্লাহকে মুক্তি দিতে হবে।

২. তাদেরকে নিরাপদে বের হয়ে যেতে দিতে হবে।

৩. ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই অভিযানকে স্বীকৃতি দিতে হবে।

প্রত্যক্ষদর্শী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, হামলাকারীরা বার বার রেস্টুরেন্টের ভেতর থেকে চিৎকার করে তাদের শর্তের কথা জানাচ্ছিল।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত