গুলশানে বেকারি ঘিরে গোলাগুলি ও বিস্ফোরণে পুলিশসহ আহত-২০

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ঢাকা ডেস্ক ) : ঢাকার অভিজাত এলাকা  গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলার পর কয়েকজন সেখানে আটকা পড়েছেন বলে জানিয়েছে‌‌ র‌্যাব। গুলশান ২ নম্বরের কাছে বেকারি ঘিরে গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থলের কাছে জড়ো হয়ে থাকা সাংবাদিকদের বলেন, সেখানে কিছু অস্ত্রধারী প্রবেশ করেছে। এইটাই আমাদের কাছে খবর। সেই রেস্তোরাঁর কিছু কর্মচারী বের হয়ে এসেছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখন আমরা চেষ্টা করছি, যাতে শান্তিপূর্ণভাবে এটা কিছু করা যায়। তবে ঠিক কতজন সেখানে আটক পড়েছেন সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি। যারা ওখানে ঢুকেছে অস্ত্রসহকারে, তাদের সঙ্গেও আমরা যোগাযোগ স্থাপন করতে চাই, তাদের কী সমস্যা সেটা আমরা শুনতে চাই। আমরা এটাকে পিসফুলি রিজলভ করতে চাই। এটা আমাদের প্রথম লক্ষ্য।

ঐ বেকারির সুপারভাইজার সুমন রেজা সাংবাদিকদের বলেছেন, ১ জুলাই শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী সেখানে হামলা চালায়। আল্লাহু আকবার বলে তারা ঢুকে পড়ে। এরপর একের পর এক বোমা ফাটাতে শুরু করে। হামলাকারীদের একজনের হাতে তলোয়ার ছিল বলে শোনা গেলেও বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

কারা ঠিক কেন হামলা চালিয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পুলিশ দিতে পারেনি। লেকভিউ ক্লিনিকের খুব কাছে ৭৯ নম্বর রোডের ঐ এলাকা ঘিরে রেখেছে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা। আকাশে টহল দিচ্ছে র‌্যাবের হেলিকপ্টার।

ঘটনাস্থল থেকে অন্তত চারজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় সরিয়ে নিতে দেখা গেছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।  এ ঘটনায় আহত ১৫ থেকে ২০ জনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে বলে হাসপাতালের ডিউটি ম্যানেজার  সূত্রে মতে জানা যায়।

বিস্তারিত আসছে.. .. .. ..

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত