গুজব ছড়ানোর দায়ে র‌্যাবের হাতে মাদরাসা শিক্ষক আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুন্সিগঞ্জের লৌহজংয়ে গুজব ছড়ানোর অভিযোগে মাদরাসা শিক্ষক মুফতি সানাউল্লাহ চাঁদপুরীকে আটক করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে র‌্যাব-১১ এর সদস্যরা। এসময় তার ব্যবহৃত দুটি মোবাইল উদ্ধার করা হয়। মুফতি সানাউল্লাহ চাঁদপুর জেলার মতলব থানাধীন বাকরা এলাকায়। তিনি দারুল উলুম খিদিরপাড়া মাদরাসার প্রধান শিক্ষক। র‌্যাব-১১ থেকে লে. কর্ণেল কাজী শমসের উদ্দিন স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

র‌্যাব জানায়, মুফতি সানাউল্লাহ দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে গুজব ছড়িয়ে আসছিল। এর আগে গত ২৬ জুলাই মুফতি সানাউল্লাহ চাঁদপুরী নামে একটি ফেসবুক পেজ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় একটি মসজিদে আগুন লাগার ঘটনায় অমুসলিমরা জড়িত রয়েছে বলে গুজব ছড়ানো হয়।

এছাড়াও গত ১৭ জুলাই ওই একই পেজ থেকে ভারতে গরুর গোশত থাকার সন্দেহে মাদরাসায় আগুন দিয়েছে হিন্দু সন্ত্রাসীরা এই বিষয়ে গুজব ছড়ানো হয়। এসব গুজব ছড়িয়ে তিনি জনমনে বিভ্রান্তি ও ধর্মীয় বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করে আসছিলেন।

র‌্যাব আরো জানায়, ফেসবুকে এসব গুজব ছড়ানোর অভিযোগে শনিবার রাতে তাকে আটক করে র‌্যাব। মুফতি সানাউল্লাহর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাসহ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

add-content

আরও খবর

পঠিত