গুজবে কান দিবেন না: এসপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে এবং থাকবে, গুজব ছড়ানো হচ্ছে, সেই দিকে কোন কান দিবেন না। স্বাধীনভাবে পূজা করুন।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে বন্দরের ১নং ঢাকেশ্বরী দেবমন্দির পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, পূজাকে ঘিরে অনেকের মধ্যে শঙ্কা কাজ করেছিল। আমরা সেই শঙ্কা দূর করে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। প্রত্যেকটি পূজামন্ডপে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা পালন করা হচ্ছে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন,বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ১নং ঢাকেশ্বরী দেব মন্দির সভাপতি অভিজিৎ রায়, সহ-সভাপতি প্রশান্ত কুমার বর্মন,সুজন কর,লিপন সেন মিঠু, শংকর দাস, সাধারণ সম্পাদক গৌতম পাল, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম দাস, তপন সরকার, কার্তিক রাম কানু, গৌতম রায়,পূজা উদযাপন পরিষদের মহানগরী সদস্য মানিক রাম কানু সহ বন্দর পূজা পরিষদের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত