গিরগিটির মতো রং বদলিয়ে মেয়র সাদেক তার আসল রুপ দেখালেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবশেষে সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেক হোসেন তার আসল রুপ  দেখালেন। সুবিদাবাদী, স্বার্থান্বেষী ও পল্টিবাজ হিসেবে ব্যাপক পরিচিত মেয়র সাদেক হোসেন নীজস্বার্থ আদায়ের জন্য গিরগিটির মতো রং বদলাতেন বলে সোনারগাঁয়ে জনশ্রতি থাকার পরও  বয়জেষ্ঠ্য হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা তাকে আশ্রয় দিয়ে ছিলেন। সোনারগাঁও পৌর সভার নির্বাচনে মেয়র পদে জয় লাভের জন্য পাল্টিবাজ মেয়র  এমপি লিয়াকত হোসেন খোকার স্বরণাপন্ন হন এবং  আত্বিয়তার সম্পর্ক টেনে এমপির ভগ্নিপতি হিসেবে নিজেকে দাবী করেন মতলব বাজ সাদেক।

সাদেক প্রথম নির্বাচন করেন বিএনপির টিকেটে এবং দ্বিতীয় নির্বাচনের একমাস আগে সোনারগাঁয়ের এমপি খোকার হাত ধরে অনুষ্ঠানিক ভাবে যোগ দেন আওয়ামীলীগে। আমিনপুর মাঠে এক বিশাল জনসভা করে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রাণ পুরুষ ৪ আসনের এমপি শামীম ওসমানের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে তিনি আওয়ামীলীগে যোগ দান করেন। সেই নির্বাচনে সাদেক হোসেন আওয়ামীলীগের টিকেট ও সমর্থন পেয়ে র্নিবাচন করতে ইচ্ছে পোষন করলেও আওয়ামীলীগ থেকে মনোনয়ণ পায় নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবুর ভগ্নিপতি ও আবু নাঈম ইকবালের বড় ভাই বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জেলা সভাপতি এড: ফজলে রাব্বী।

নির্বাচনে সোনারগাঁয়ের রাজনীতির প্রেক্ষাপট যায় বদলে। নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা ও ৪ আসনের এমপি শামীম ওসমানের প্রার্থী  পাল্টি সাদেকের বিরুদ্ধে অবস্থান নেন সোনারগাঁয়ের সাবেক এমপি আব্দুল্লা আল কায়সার । সাবেক এমপি কায়সার নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু ও তার ভগ্নিপতি আবু নাঈম ইকবালের বড় ভাই বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জেলা সভাপতি এড: ফজলে রাব্বীর পক্ষে মাঠে নামেন । বহু চড়াই উৎড়াইয়ের পর অবশেষে নির্বাচনে জয়ী হন পাল্টি সাদেক। বিজয়ী হওয়ার পর আবেগাপ্লুত হয়ে বক্তব্যকালে মেয়র সাদেক ও তার এক শিল্পপতি আত্বিয় এমপি খোকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সাথে প্রতিশ্রতিদেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি খোকার হয়ে কাজ করবেন এবং তার র্নিদেশের বাইরে কোন কাজ করবেন না এবং বিরুদ্ধে অবস্থান নিবেন না।

এরপর অনেক দিন অতিবাহিত হওয়ার পরে জেলা পরিষদের নির্বাচনে যখন এমপি খোকা তার পছন্দের পাত্র আবু নাঈম ইকবাল কে প্রার্থীতার ঘোষনা দেন ঠিক সেই মূহুর্তে গিরগিটির মতো রং বদলে ফেলেন পাল্টিবাজ মেয়র সাদেক এবং সাবেক এমপি কায়সারের মুরিদ হয়ে শিল্পপতির বড় ভাই ফারুক ঐ ওয়ার্ডের প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

পাল্টি মেয়র সাদেক নির্বাচনের কয়েকদিন আগেও প্রকাশ্যে আবু নাঈম ইকবালের জন্য দোয়া করে সমর্থন জানালেও নির্বাচনের দিন সাদেক তার আসল রুপ দেখায়। প্রকাশ্যে সাবেক এমপি কায়সারের সাথে ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন এবং আবু নাঈম ইকবালের বিরুদ্ধে অবস্থান নেন। গিরগিটির মতো রং বদলানোর কারনেই শিক্ষানুরাগী, সমাজ সেবক, ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতা আবু নাঈম ইকবালের সহজ বিজয়টাকে জটিল করে তোলেন। এতে করে রাজনৈতিক অঙ্গনের নেতারা সহ সোনারগাঁয়ের সামাজিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ হতভাগ হয়ে যান পাল্টিবাজ কানা সাদেকের আসল রুপ দেখে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত