নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে নাসিকের গাড়ীর ধাক্কায় পল্লী বিদ্যুৎ সমিতির ১১ কেভি ২টি বৈদ্যুতিক খুঁটি পড়ে মারাত্নক ক্ষয়ক্ষতি হওয়ার ঘটনায় নাসিকের ঠিকাদারী প্রতিষ্ঠান রত্না এন্টার প্রাইজের নামে বন্দর থানায় একটি এজাহার দায়েরের জন্য অভিযোগ দেয়। ১১ই এপ্রিল রবিবার বিকালে (নারায়ণগঞ্জ-১) বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আশিকুর রহমান স্বাক্ষরিত নিজস্ব প্যাডে এ অভিযোগটি দায়ের করেন।
জানা গেছে, ১০ই এপ্রিল শনিবার সকাল ১০ টায় বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সামনে রাস্তা নির্মাণের কাজ করার সময় নাসিকের গাড়ীর বেপরোয়া চালকের ধাক্কায় পল্লী বিদ্যুৎ সমিতির ১১ কেভি ২টি এসপিপি পোল (সাইজ-৪০-৬) ভেঙ্গে মারাত্নক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বন্দর বালক প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনটির ছাদে পড়েও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। পোলটি ভেঙ্গে যাওয়ায় ওই এলাকায় সাড়ে ৪ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে পল্লী বিদ্যুতের আর্থিক ক্ষতির পরিমান ৬৮ হাজার ৩শ ৭৬ টাকায় দাড়িয়েছে বলে জানা যায়। সরকারী সম্পদ বিনষ্টের কারনে ট্রাকের মালিক পক্ষের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে বন্দর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বন্দর পল্লী বিদ্যুতের ডিজিএম স.ম মিজানুর রহমান বলেন, বন্দর পল্লী বিদ্যুৎ সমিতি আওতাধীন বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সামনে ১১ কেভি ২টি বৈদ্যুতিক পোলটিকে নাসিকের ঠিকাদারী প্রতিষ্ঠানের ড্রাইভার বেপরোয়াভাবে ধাক্কা দেওয়ার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ অফিসের লোকজন দ্রুত গতিতে ৬ ঘন্টা নিরলস পরিশ্রম করে ওই এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করা হয়। এ বিষয়ে আমরা থানায় অভিযোগ করেছি। ঠিকাদারী প্রতিষ্ঠান রত্না এন্টার প্রাইজের পক্ষে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান আমাকে ফোন করেছে। ক্ষতিপূরণ দিলে আমরা অভিযোগটি তুলে নিব।
ঠিকাদারী প্রতিষ্ঠান রতœা এন্টার প্রাইজের ম্যানেজার শান্ত বলেন, আমার ভ্রাইভারটি ভূলবসত ইউটার্ন নেওয়ার ফলে পল্লী বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে ভেঙ্গে যায়। এমন ঘটনার পর পরই ড্রাইভার আমার ফোন ধরছেনা। আমি ডিজিএম স্যারের সঙ্গে আলাপ করেছি। ক্ষতিপূরন যাই হয় আমরা দিয়ে দিব।
এ ব্যাপারে নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়ার সাথে মুঠোফোনে আলাপ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেন নাই।