নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জে গাঁজা বিক্রি করার সময় হাতে নাতে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা থানাধীন চাঁনমারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলো : রুবেল (৩২), আব্দুল মান্নান (৩৩) এবং মো. রনি (৩০)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার মামলা নং- ৬৯(৭)২২ রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে তাদের সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানা যায়।