গাঁজাসহ র‌্যাবের জালে ধরা খেল যুবক, জব্দ প্রাইভেটকার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মো.সজিব হোসেন (২৪) এবং মো.মোমেন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ঠা মার্চ শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল, চিটাগাং রোডস্থ এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৭.৮ কেজি গাঁজা, বিক্রয়ের নগদ ৭শত টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব।

আজ ৪ঠা মার্চ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক হয়ে একটি প্রাইভেট কার যোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল, চিটাগাং রোডস্থ এলাকায় চেকপোষ্ট বসিয়ে মো.সজিব হোসেন (২৪) এবং মো.মোমেন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৭.৮ কেজি গাঁজা, বিক্রয়ের নগদ ৭শত টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত